ঢাকা: গাজায় মোতায়েন হতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। শনিবার (১০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রকে এ আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়, শনিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের কূটনীতিক অ্যালিসন হুকার ও পল কাপুরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি নীতিগতভাবে গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে বাংলাদেশের আগ্রহের কথা জানান।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, তবে বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের ধরন বা পরিসর সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগে, গত নভেম্বরের মাঝামাঝি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত এক প্রস্তাবে বোর্ড অব পিস এবং সংশ্লিষ্ট দেশগুলোকে গাজায় একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের অনুমোদন দেওয়া হয়। ওই প্রস্তাবের প্রেক্ষাপটে গত অক্টোবরে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও তা প্রথম ধাপের বাইরে আর অগ্রসর হয়নি।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ৪ শতাধিক ফিলিস্তিনি এবং তিনজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। পাশাপাশি গাজার ২০ লাখের বেশি মানুষের প্রায় সবাই অস্থায়ী আশ্রয়কেন্দ্র বা ক্ষতিগ্রস্ত ভবনে বসবাস করছেন।
যুদ্ধবিরতির পরবর্তী ধাপে যেসব কঠিন পদক্ষেপ নেওয়ার কথা ছিল, সেগুলো নিয়ে ইসরাইল ও হামাসের অবস্থান এখনো অনেক দূরে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।