Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপিল শুনানির ৪ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২০৪ জন

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ২২:১৯

ইসিতে আপিল শুনানি। ফাইল ছবি: সারাবাংলা

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির চার দিনে প্রার্থিতা ফেরত পেয়েছেন ২০৪ জন এবং আবেদন নামঞ্জুর হয়েছেন ৬৪ জনের। আর আপিল শুনানির চতুর্থ দিন ৫৩ প্রার্থীর আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। না মঞ্জুর হয়েছে ১৭ জনের আবেদন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিল শুনানি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী শুনানি শেষে ইসির জনসংযোগ অধিশাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, চতুর্থ দিনে ৭০টি আপিল শুনানি সম্পন্ন হয়েছে। এতে ৫৩টি মঞ্জুর ও ১৭টি নামঞ্জুর হয়েছে। এ নিয়ে চার দিনে মোট ২০৪ জন প্রার্থী আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

এ ছাড়া গত সোমবার (১২ জানুয়ারি) রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে তৃতীয় দিনে মোট ৭১টি আপিল শুনানি হয়। এর মধ্যে ৪১টি আপিল মঞ্জুর করা হয়েছে। এছাড়া ২৫টি আপিল না মঞ্জুর হয়। অপর চারটি আপিল অপেক্ষমান রাখা হয়েছে।

আগেরদিন রোববার (১১ জানুয়ারি) ৫৮টি আপিল আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। অপর ৭টি আবেদন না-মঞ্জুর হয় এবং ছয়টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়।

আর গত শনিবার (১০ জানুয়ারি) প্রথম দিনে ৭০টি আপিলের মধ্যে অনুমোদিত বা মঞ্জুর করা হয়েছে ৫২টি আপিল নামঞ্জুর করা হয়েছে ১৫টি আপিল। এর মধ্যে একজন প্রার্থীর প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুর করা হয়।

গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ নির্বাচনি এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন করা হয়েছে।

সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর