কুষ্টিয়া: দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে নুরুজ্জামান হাবলু মোল্লাকে বহিষ্কার করা হয়েছে। তিনি দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।
বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপির দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে দৌলতপুর উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লাকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে নুরুজ্জামান হাবলু মোল্লার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ সারাবাংলাকে বলেন, সে দলের শৃঙ্খলা মানেনি, কারো অনুরোধ রক্ষা করেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা, তার ইচ্ছা যদি কেউ বুঝতে না পারে, সে দল করার অধিকারও রাখে না। মনে করি, দলের শৃঙ্খলার স্বার্থে, আগামী নির্বাচনের গুরুত্ব বোঝার স্বার্থে দল একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে।