ঢাকা: নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আসন্ন নির্বাচনে জয়লাভ করতে হলে জনসমর্থন ও ভোট নিয়েই জিততে হবে। জয়ের জন্য এবার ‘দুই নম্বরির’ কোনো পদ্ধতি নেই।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল ও ভিজিল্যান্স টিমের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় নির্বাচনি মাঠের কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার কঠোর নির্দেশ দিয়ে ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত পক্ষপাতমূলক কোনো নির্দেশনা দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। যদি কোনো ব্যক্তি ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন বা নিরপেক্ষতা হারান, তবে তার বিরুদ্ধে কমিশন কঠোরতম ব্যবস্থা নেবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো ধরনের ভয়ভীতি, ত্রাস কিংবা ‘মব’ যেন আপনাদের দায়িত্ব পালনে বাধা হতে না পারে। স্বচ্ছতা ও দৃঢ়তার সঙ্গে কাজ করে ভোটকেন্দ্রগুলোকে ভোটারদের অনুকূলে রাখতে হবে।’
এই নির্বাচনের গুরুত্ব সাধারণ কোনো নির্বাচনের চেয়ে অনেক বেশি উল্লেখ করে কমিশনার বলেন, ‘এটি কেবল গণতন্ত্র ফেরানোর নির্বাচন নয়; এর সঙ্গে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি, বৈদেশিক বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এবং সামাজিক স্থিতিশীলতা জড়িত। তাই একে কেবল ‘নিয়মরক্ষার’ নির্বাচন মনে করার কোনো সুযোগ নেই।’
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।