Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইসি ও সচিবের কুশপুত্তলিকায় পচা ডিম নিক্ষেপ

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ২৩:১৫

ঢাকা: নির্বাচন কমিশনের নিবন্ধন না পাওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে নিবন্ধনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার-সিইসি এএমএম নাসির উদ্দিন ও সচিবের কুশপুত্তলিকায় ডিম নিক্ষেপ করেছেন বাংলাদেশ আমজনগণ পার্টির ক্ষুব্ধ নেতাকর্মীরা।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় দলটির সদস্য সচিব ফাতেমা তাসনিমের নেতৃত্বে দুই-তিনশ নেতাকর্মী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নেন। এ সময় তাদের মুখে ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘কারসাজির’ অভিযোগ এবং হার্ডলাইন স্লোগান। বিক্ষোভকারীদের চিৎকার করে বলতে শোনা যায় “হয় নিবন্ধন দিবি, নইলে গদি ছাড়বি।” তারা বর্তমান সিইসি ও সচিবের পদত্যাগ দাবি করে সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেন।

বিজ্ঞাপন

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনকারীদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দলকে কমিশনের ভেতরে যাওয়ার সুযোগ করে দেয়। ফাতেমা তাসনিমের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি দিতে ভেতরে প্রবেশ করলে সেখানে শুরু হয় নতুন জটিলতা। প্রতিনিধি দলটি সরাসরি সিইসি বা সচিবের সঙ্গে দেখা করতে চাইলেও তাদের একজন উপ-সচিবের কাছে স্মারকলিপি দিতে বলা হয়।

নেতাকর্মীরা উপ-সচিবের কাছে স্মারকলিপি দিতে অস্বীকৃতি জানান এবং এটি তাদের সঙ্গে ‘তামাশা’ করা হয়েছে দাবি করে ভবন থেকে বেরিয়ে আসেন।

ভবন থেকে বেরিয়ে এসে ফাতেমা তাসনিম এক সংক্ষিপ্ত ভাষণে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন। তিনি ঘোষণা দেন, ‘যতক্ষণ নিবন্ধন না পাব, ততক্ষণ অবস্থান কর্মসূচি থেকে এক চুলও নড়ব না। আগামী ৪৮ ঘণ্টা আমরা এখানেই অবস্থান করব।’

বক্তব্য শেষে উপস্থিত নেতাকর্মীরা সিইসি ও সচিবের কুশপুত্তলিকায় পচা ডিম ও জুতা নিক্ষেপ শুরু করেন। একপর্যায়ে কুশপুত্তলিকায় অগ্নিসংযোগের চেষ্টা চালালে পুলিশ বাধা দেয় এবং কুশপুত্তলিকা দুটি সরিয়ে নেয়। উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন ভবনের নিরাপত্তায় সেনাবাহিনী এসে অবস্থান নেয় এবং প্রবেশপথে কড়াকড়ি আরোপ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর