ফেসবুক একটা সমস্যাই, বললেন প্রধানমন্ত্রী
৬ আগস্ট ২০১৮ ১৫:৩২
||স্পেশাল করেসপন্ডেন্ট||
ঢাকা: চলমান ছাত্র আন্দোলনের দেশে সৃষ্টি নানা জটিলতার পরিপ্রেক্ষিতে ফেসবুককে একটি সমস্যা হিসেবে দেখছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বলেছেন, ‘আসলেই ফেসবুক একটি সমস্যা’।
সোমবার (৬ আগস্ট) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সড়ক দুর্ঘটনা ও তার জের ধরে ছাত্র আন্দোলন নিয়ে একাধিক মন্ত্রী তাদের বক্তব্য তুলে ধরেন।
ফেসবুকের কারণে আন্দোলন নানাভাবে ত্বরান্বিত হয়েছে এমনটা বলেছেন মন্ত্রিরা। এছাড়াও ফেসবুকের কারণে ব্যাপক গুজব ছড়িয়ে পড়ে বলেও উল্লেখ করেন তারা।
বৈঠক সূত্র সারাবাংলাকে জানায়, এসময় মন্ত্রীদের কেউ কেউ তাদের বক্তব্যে ছাত্র আন্দোলনে দেশ স্থবির হয়ে পড়েছিল এমন মন্তব্য করলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দুর্বল চিত্তের বলে উল্লেখ করেন।
ছাত্রদের এই আন্দোলন এমন কিছুই নয় বলেও মন্তব্য ছিল প্রধানমন্ত্রীর, জানায় বৈঠক সূত্র।
বৈঠকে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান রেখে সড়ক পরিবহন আইন- ২০১৮ এর চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
এ ছাড়াও সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে তার ধরণ ভেদে ফৌজদারি দণ্ডবিধির ৩০২ ও ৩০৪ নং ধারা প্রয়োগ যোগ্য হবে। যার সর্বোচ্চ সাজা যথাক্রমে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন।
সারাবাংলা/এএইচ/এমএম