Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবি ব্যাংকের ৬ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ


২৩ অক্টোবর ২০১৮ ১৫:৪০

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ভুয়া কাগজপত্রের মাধ্যমে জামানত না রেখে ঋণ দেয়ার মাধ্যমে বিদেশে অর্থপাচারের সহযোগিতার অভিযোগে আরব বাংলাদেশ (এবি) ব্যাংক লিমিটেডের সদ্য বিদায়ী এমডিসহ ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক তাদের জিজ্ঞাসাবাদ করছেন বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য।

যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন-এবি ব্যাংক লিমিটেডে সদ্য বিদায়ী ব্যবস্থাপণা পরিচালক মশিউর রহমান চৌধুরী, ডিএমডি বদরুল হক খান, প্রধান ফাইন্যান্স কর্মকর্তা মহাদেব সরকার সুমন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালমা আক্তার, মিসেস ওয়াসিকা আফরোজী এবং ভিপি মঞ্জুর মফিজ।

দুদক জানায়, বিটস ফ্যাশন লিমিটেডসহ ২৩টি প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে জাল জালিয়াতি ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে জামানত না দিয়েই ব্যাংক থেকে ঋণ গ্রহণপূর্বক মানিলন্ডারিংয়ে মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। চলতি বছরের মার্চ থেকে এ অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

সারাবাংলা/ইএইচটি/এমএস

বিজ্ঞাপন

বুধবার যে সকল এলাকায় গ্যাস থাকবে না
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩২

আধ্যাত্মিক নেতা আগা খান আর নেই
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৮

গাজীপুরে পিকআপ উলটে নিহত ৩
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২০

চোটে জর্জরিত রিয়ালে 'জরুরি অবস্থা'
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১২

আরো

সম্পর্কিত খবর