Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরএফএল’র ফ্যান ভেঙে সন্তান আহত, মামলা করছেন বাবা


৩ নভেম্বর ২০১৮ ১৩:৪১ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২১:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট||

ঢাকা: আরএফএল’র একটি সিলিং ফ্যান ঘূর্ণয়মান অবস্থায় রড থেকে ভেঙ্গে পড়ে এক জেএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। রাজধানীর ধানমন্ডি এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। ঘটনায় জয়িতা নামের মেয়েটি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন তার বাবা-মা।

জয়িতার বাবা জিটিভি’র কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর অঞ্জন রায় এই ঘটনায় মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন ফ্যানটি কেনা হয়েছে বছর তিনেক আগে। যার ওয়ারেন্টি ছিলো দশ বছরের।

অঞ্জন রায় বলেন, ফ্যানটি ভেঙ্গেছে মাঝের রড থেকে- যার দায় পুরোপুরিই এই সামগ্রী নির্মাতাদের।

এই সাংবাদিক জানান, আরএফএল গ্রুপের ক্লিক নামের ফ্যানটি চলন্ত অবস্থায় তার মেয়ে জয়িতার ওপরে ভেঙে পড়ে। তাতে মেয়েটি পায়ে আঘাত পায়।

বিজ্ঞাপন


অঞ্জন রায় বলেন, ফ্যানটি মাথার ওপর পড়লে হয়তো দিনটি আমাদের পরিবারের শুধু না-বন্ধু, স্বজনদের জন্যও একটি ভয়াবহ দিন হতে পারতো।
তিনি বলেন, এই ঘটনাটি সহজে ছেড়ে দেয়ার মানে নেই। বিষয়টি আইনীভাবে দেখার সিদ্ধান্ত নিয়েছি।

‘যে কোম্পানি সেবার ওয়ারেন্টি দিয়ে এমন ঘাতক প্রডাক্ট বাজারে ছাড়ছে-তাদের কি আমরা আমাদের হত্যার লাইসেন্স দিয়েছি?’ বলেন এই ক্ষুব্ধ বাবা।

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর