Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসে করে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গেলেন মন্ত্রীরা


৮ জানুয়ারি ২০১৯ ১২:৩৬

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: শপথ নেওয়ার পর দিনই নতুন মন্ত্রিসভার ৪৬ সদস্য নিজের গাড়ি রেখে বাসে করে সাভারের সৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার (৮ জানুয়ারি) নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা ধানমন্ডি-২৩ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বাসে করে সাভার স্মৃতিসৌধে যান। সেখান থেকে আবার বাসেই সংসদ ভবনে এসে নামেন তারা।

আরও পড়ুন: শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মন্ত্রিদের শ্রদ্ধা

নতুন মন্ত্রিসভার সদস্য শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল সারাবাংলা‌কে বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে  প্রধানমন্ত্রী ছাড়া বাকি সবাই চারটি বাসে করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আবার বাসেই ফিরেছি।’ তিনি আরও জানান, ‘বুধবার আমরা একইভাবে বাসে করে টুঙ্গিপাড়া যাবো এবং আসবো।’

প্রসঙ্গত, সোমবার (৭ জানুয়ারি) বঙ্গভবনে শেখ হাসিনার সঙ্গে শপথ নেন তার নতুন সরকারের ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী।

টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনে বেশিরভাগ পুরনো নেতাদের বাদ দিয়ে এক ঝাঁক নতুন মুখ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাবাংলা/এমএমএইচ/জেএএম/এমএনএইচ

বাসে করে স্মৃতিসৌধে গেলেন মন্ত্রীরা

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর