Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রাম পুলিশকে চতুর্থ শ্রেণীর মর্যাদা কেন নয়: হাইকোর্ট


৩ ডিসেম্বর ২০১৭ ০৭:২৯

সারাবাংলা প্রতিবেদক

সারাদেশের ৪৬ হাজার গ্রাম পুলিশকে চতুর্থ শ্রেণীর মর্যাদা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী কেন তাদের বেতন ভাতা দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।

এ সংক্রান্ত এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন মোতাহার হোসেন সাজু।

সারাবাংলা/এজেডকে/আইজেক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর