Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌবাহিনীর ২২ সদস্যের সোয়াড টিম অভিযান চালায় শাহ আমানতে


২৪ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৩০ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ২২:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ নেভি সোয়াড কমান্ডোদের একটি দল: ফাইল ছবি

ঢাকা: চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে সন্ত্রাসীর কবল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর ২২ সদস্যের একটি সোয়াড কমান্ডো টিম কাজ করেছে। বিশেষভাবে প্রশিক্ষিত এই টিমের সদস্যরা ঘটনার পরপরই বিমানবন্দর রানওয়েতে অবস্থান নেন ও পরে অভিযান চালিয়ে সন্ত্রাসী ব্যক্তিটিকে আটক করেন।

নৌ সদর দফতর থেকে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করা হয়।

সদর দফতরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করতে চেয়ে সারাবাংলাকে জানান, বিমান বন্দরের অদূরেই বিএনএস ঈসা খান নৌ ঘাঁটি থেকে দ্রুতই এই সোয়াড কমান্ডোরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা অভিযানে নামেন।

আমেরিকান সিল’র আদলে প্রশিক্ষিত এই সোয়াড কমান্ডোরা দেশের যে কোনও জরুরি প্রয়োজনে সাহসিকতার সাথে এগিয়ে যান জানিয়ে তিনি বলেন, জিম্মি ও সন্ত্রাসের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে এবারও তারা ভূমিকা রেখেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএম

নেভি সিল শাহ আমানত সন্ত্রাসীর কবলে বিমানের উড়োজাহাজ সোয়াড কমান্ডো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর