Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি ঢাকায় আসছেন ১ মার্চ


২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস তার কাজে যোগ দিতে আগামী ১ মার্চ ঢাকায় আসছেন। বুধবার (২৭ ফেব্রুয়ারি) ভারতের ঢাকা মিশন সারাবাংলা’কে এই তথ্য নিশ্চিত করেছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় আসার পর রাষ্ট্রপতির ভারতের নতুন দূত পরিচয়পত্র পেশের পরই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। এর আগে ঢাকায় ভারতীয় সংস্কৃত মিশনের প্রধানের দায়িত্ব পালন করেছেন রিভা গাঙ্গুলি দাস।

রিভা গাঙ্গুলি দাস সদ্য বিদায় নেওয়া হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হচ্ছেন। হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ঢাকার দায়িত্ব শেষে এখন ভারতের পক্ষে যুক্তরাষ্ট্রে কাজ করছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ভারতীয় হাইকমিশনে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন

বাংলাদেশের দায়িত্ব পাওয়ার আগে রিভা গাঙ্গুলি দাস ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের (আইসিসিআর) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

রিভা গাঙ্গুলি দাস ১৯৬১ সালের ২৪ ডিসেম্বর জন্ম নেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাকোত্তর ডিগ্রি অর্জন করেন।

উল্লেখ্য, হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন ২০১৬ সালের জানুয়ারিতে। তার আগে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত ছিলেন পংকজ শরণ।

সারাবাংলা/জেআইএল/এমএইচ

আরও পড়ুন

চাঁদপুরের ইলিশ খেতে চান ভারতীয় হাইকমিশনার

ভারতীয় হাইকমিশনের বৃত্তি পেল আরও ৩০১ মুক্তিযোদ্ধার সন্তান

পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর