বীর মুক্তিযোদ্ধা ব্রি. জেনারেল বেলাল উদ্দীন মারা গেছেন
২০ মার্চ ২০১৯ ০০:১৯
ঢাকা: বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল বেলাল উদ্দীন মাহমুদ চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (১৯ মার্চ) রাত ৮টা ৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বেলাল উদ্দীন মাহমুদের বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও দুই নাতি রেখে গেছেন।
সামরিক বাহিনীর এই সদস্য মুক্তিযুদ্ধের সময় ২ নম্বর সেক্টরের অধীনে স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। রণাঙ্গনের এই সৈনিক ওই সময় নোয়াখালীতে কর্মরত ছিলেন।
বুধবার (২০ মার্চ) বাদ জোহর বারিধারা ডিওএইচএস মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় সেনাবাহিনী প্রধান উপস্থিত থাকবেন।
জানাজা শেষে ব্রিগেডিয়ার জেনারেল বেলাল উদ্দীন মাহমুদ চৌধুরীকে বনানী সামরিক গোরস্থানে দাফন করা হবে।
বেলাল উদ্দীনের জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্যাচের সদস্য।
সারাবাংলা/আরএফ/একে
ছেলে ও দুই নাতি রেখে গেছেন। মুক্তিযুদ্ধ মৃত্যুকালে তিনি স্ত্রী শোক সেক্টর ২