ফুটবলারদের আর্জেন্টিনায় প্রশিক্ষণ দিতে চান পররাষ্ট্রমন্ত্রী
২২ মার্চ ২০১৯ ১৭:৪৩
ঢাকা: দক্ষতা বাড়াতে দেশীয় ফুটবলারদের আর্জেন্টিনায় প্রশিক্ষণ দিতে চান পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
আর্জেন্টিনার পররাষ্ট্র ও উপসনালয় বিষয়ক মন্ত্রী জর্জ মারসেলো ফ্যাউরি এর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। বৈঠকে এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে আর্জেন্টিনা।
পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২২ মার্চ) এক বার্তায় জানিয়েছে, বৃহস্পতিবার (২১ মার্চ) আর্জেন্টিনার পররাষ্ট্র ও উপসনালয় বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
এ বৈঠকে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ অ্যাওয়ার্ডপ্রাপ্ত আর্জেন্টিনার লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন তা স্মরণ করা হয়।
বৈঠকে কৃষি ও কারিগরি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আগ্রহের কথা জানান আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। দুই পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে একমত পোষণ করেন।
আর্জেন্টিনায় বাংলাদেশের একটি অনারারি কনস্যুলেট খোলা এবং অনারারি কনসাল নিয়োগের অগ্রায়নের বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তুলে ধরলে এক্ষেত্রে দ্রুত এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।
বার্তায় আরো বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাতে বাংলাদেশের ফুটবলারদের প্রশিক্ষণের কথা তুললে তাতে সহযোগিতা করার সম্মতি দেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।
বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিষয়েও আলোচনা হয় দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে স্বেচ্ছাপ্রণোদিত প্রত্যাবাসনের বিষয়টিতে আর্জেন্টিনা একমত পোষণ করে মর্মে জানান মারসেলো ফ্যাউরি।
জাতিসংঘের চলমান দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বিষয়ক ২য় উচ্চ পর্যায়ের সম্মেলনে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এখন আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ারস্ সফর করছেন।
ওই সম্মেলনের সাইড লাইনে আর্জেন্টিনার পররাষ্ট্র ও উপসনালয় বিষয়ক মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
সারাবাংলা/জেআইএল/একে