Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাপানে বাংলাদেশি পোশাকখাতের প্রবৃদ্ধি ৩৪ শতাংশ’


২৭ মার্চ ২০১৯ ২২:৫১

ঢাকা: ‘২০১৮ সালে জাপানে বাংলাদেশি পোশাকখাতের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৩৪ শতাংশ। এটি জাপানের বাজারে সর্বোচ্চ। এশিয়ার মধ্যে জাপান আমাদের তৈরি পোশাকখাতের প্রথম রফতানি গন্তব্য।’

‘জাপানের বাজারে বাংলাদেশের পোশাক খাতের বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা স্বাগত বক্তব্যে বুধবার (২৭ মার্চ) এ কথা বলেন।

টোকিও মিশন থেকে বুধবার (২৭ মার্চ) পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, জাপানে শুরু হয়েছে ‘ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও – ২০১৯’ শীর্ষক মেলা। এতে অংশ নিয়েছে বাংলাদেশ। দেশীয় প্রতিষ্ঠানের ১৩টি তৈরি পোশাক ও চামড়াশিল্প প্রতিষ্ঠান তাদের উন্নতমানসম্পন্ন, আধুনিক ও রুচিসম্মত দ্রব্যাদি মেলায় উপস্থাপন করছে। টোকিওতে বুধবার (২৭ মার্চ) থেকে শুরু হওয়া মেলা চলবে শুক্রবার (মার্চ ২৯) পর্যন্ত।

রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, ‘এই মেলা জাপানে বাংলাদেশি উন্নতমানের পণ্যসামগ্রীর বাজার সম্প্রসারণে এবং জাপান-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক আরো গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক, বিশেষ করে নিটওয়্যার প্রতিষ্ঠানগুলো অত্যন্ত যত্ন সহকারে জাপানের জন্য পণ্য তৈরি করছে। নিটওয়্যার জাপানের এক নম্বর রফতানি পণ্য হওয়ায় বাংলাদেশ গর্ববোধ করে।’

সারাবাংলা/জেআইএল/একে

জাপান পোশাকখাত রফতানি প্রবৃদ্ধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর