Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি টিভিতে দেশীয় পণ্যের বিজ্ঞাপন, দুই প্রতিষ্ঠানকে নোটিশ


১ এপ্রিল ২০১৯ ১৮:২৭ | আপডেট: ১ এপ্রিল ২০১৯ ১৮:৫২

ঢাকা: ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন লঙ্ঘন করে বাংলাদেশে ডাউনলিংককৃত বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে দেশীয় বিজ্ঞাপন প্রচার করায় দুই পরিবেশক প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

পূর্বঘোষণা অনুযায়ী এ বিষয়ে কয়েকবার সতর্কবার্তা জারির পর সোমবার (১ এপ্রিল)  তথ্য মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে এ নোটিশ জারি করা হয়। নোটিশপ্রাপ্ত দুই প্রতিষ্ঠান হলো ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেড।

বিজ্ঞাপন

এর আগে, রাজধানীর শিল্পকলা একাডেমিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত ‘সংকটে সম্প্রচার গণমাধ্যম ও উত্তরণ’ শীর্ষক সেমিনারে উপস্থিত হয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ১ এপ্রিল থেকে দেশে সম্প্রচারিত সব বিদেশি টিভি চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ দেন।

উল্লেখ্য, এর আগে গত ১৩ মার্চ তথ্য মন্ত্রণালয় বিদেশি চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধে একটি নির্দেশনা জারি করেএ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

ওই নির্দেশনায় বলা হয়, বাংলাদেশে ডাউনলিংকের মাধ্যমে সম্প্রচারিত সব বিদেশি টিভি চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার অবিলম্বে বন্ধ করতে হবে। এ নির্দেশ অমান্য করলে ডিস্ট্রিবিউশন লাইসেন্স বাতিল/স্থগিত এবং ২৮ ধারা মোতাবেক দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

সারাবাংলা/এইচএ/একে/জেডএফ

আরও পড়ুন

সম্প্রচার সম্মেলন: টেলিভিশনকে পে চ্যানেল নিয়ে যাওয়ার আহ্বান
বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধ হলে ৩০০ কোটি টাকা লাভ

 

তথ্য মন্ত্রণালয় দেশীয় বিজ্ঞাপন বিদেশি চ্যানেল

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর