Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২২ মে থেকে ট্রেনের ঈদ টিকিট, মিলবে ৬ জায়গায়


২৪ এপ্রিল ২০১৯ ১১:৫৩ | আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ১২:০০

ঢাকা: আগামী ২২ মে থেকে শুরু হচ্ছে  ঈদুল ফিতরের ট্রেনের আগাম টিকিট বেচাকেনা। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়াও টিএসসি,মিরপুর বনানী সহ ছয়টি  জায়গা থেকে এই আগাম টিকিট বেচাকেনা শুরু হবে। বুধবার( ২৪ এপ্রিল) রেলমন্ত্রণালয় সূত্র  এ তথ্য জানায়।

আগামী ৫ জুনকে ঈদুল ফিতরের দিন ধরে অগ্রিম টিকিট বিক্রির এই পরিকল্পনা করেছে রেল কর্তৃপক্ষ। বেচাকেনা শুরুর দিন মিলবে ৩১ মের যাত্রার টিকিট। ২৩ মে দেওয়া হবে ১ জুনের টিকিট ও ২৪ মে পাওয়া  হবে ২ জুনের আগাম  টিকিট।এছাড়া ২৫ মে দেওয়া হবে ৩ জুনের টিকিট ও ২৬ মে বিক্রি হবে ৪ জুনের আগাম টিকিট।

বিজ্ঞাপন

কিন্তু  এবার ঈদের রেল টিকিট রেলওয়ের নতুন তৈরি করা অ্যাপে মিলবে না। টিকিট কাউন্টার থেকে বেচাকেনা চলবে আগের নিয়মেই । সরাসরি কাউন্টার ছাড়াও  আগের নিয়মে মোবাইল ও অনলাইনে মিলবে ঈদের টিকিট।

প্রতিবারের মতো এবারও একজন যাত্রী সর্বোচ্চ  ৪ টি টিকিট কিনতে পারবেন। ঈদের সময়ে সব আন্তঃনগর ট্রেনের ছুটির দিন বন্ধ থাকবে।  এছাড়া ঈদের তিনদিন আগে থেকে কন্টেইনার ও জ্বালানীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

ফাইল ছবি

সারাবাংলা/এসএ/জেডএফ

ঈদ টিকিট রেল টিকিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর