সৌদি আরবে হুথির ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশের উদ্বেগ
২৩ মে ২০১৯ ২২:১৬
ঢাকা: সৌদি আরবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির ক্ষেপণাস্ত্র হামলায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৩ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়েছে, এ ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে।
বার্তায় আরও বলা হয়েছে, হুথির এ হামলা পবিত্র শহর মক্কাকে লক্ষ্য করে হচ্ছে। মক্কা গোটা বিশ্বের মুসলমান সমাজেরও পবিত্র স্থান। পবিত্র শহর মক্কাকে লক্ষ্য করে হুথির এ কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ মনে করে, হুথির এ কর্মকাণ্ড বিশ্বের শান্তি এবং প্রগতির জন্য হুমকি।
গত ২০ মে সৌদি আরবে দুটো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী বলছে, তারা মক্কা এবং জেদ্দার দিকে ধেয়ে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুলি চালিয়ে ভূপাতিত করেছে।
সৌদি নেতৃত্বাধীন আরব জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকির দাবি ক্ষেপণাস্ত্র দুটি জেদ্দা ও মক্কার দিকে ধেয়ে আসছিল। মক্কা থেকে ৫০ কিলোমিটার দূরে তায়েফের কাছে ক্ষেপণাস্ত্র দুটি ভূপাতিত করা হয়।
সৌদি আরবের দাবি- ইয়েমেনের হুথি এ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
সারাবাংলা/জেআইএল/একে