Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাজের বড় অংশকে গ্রাস করেছে মাদক: সেতুমন্ত্রী


১ ফেব্রুয়ারি ২০১৮ ২০:২৬

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে মাদকের বিস্তার নিয়ে বিস্ময় প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাদক দেশের সর্বত্র সুনামির মতো ছড়িয়ে পড়েছে। দেশের একটি বড় অংশকে গ্রাস করেছে মাদক। এর বিরুদ্ধে এখনই সচেতন না হলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী আরো বলেন, এমন কোনো গ্রাম নেই যেখানে মাদাকের ছোবল পড়েনি। মাদক প্রতিরোধে রাজনৈতিক সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন,শেখ হাসিনার সরকার ইতোমধ্যে নাানাবিধ উদ্যোগ নিয়েছে। তবে সবার আগে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

তিনি আরো বলেন, কেবল বক্তব্য দিলেই হবে না। রাজনৈতিক নেতাদেরও ভূমিকা রয়েছে। সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

ড্রাইভাররা মাদক নিয়ে গাড়ি চালায়, লাইসেন্স দেবার সময় এদের রক্ত পরীক্ষা করা বাধ্যতামূলক হবে কিনা এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, লাইসেন্স প্রার্থীদের রক্ত পরীক্ষার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো চালক যদি কোন প্রকার বিরতি ছাড়াই ২৪ ঘণ্টা বা তার বেশি সময় গাড়ি চালায় তাহলে তার দুর্ঘটনায় পতিত হবার শঙ্কা থাকে। এ জন্যই আমরা ড্রাইভারদের কাউন্সেলিং দেওয়ার চিন্তা করছি।  বেসরকারি মালিকদেরও বলেছি তারা যেন তাদের গাড়ির চালকদের কাউন্সেলিং করান। রক্ত পরীক্ষার বিষয়টি আমরা ভেবে দেখবো।

 

সারাবাংলা/এমএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর