Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডিআইজি মিজান আইনের ফাঁক দিয়ে বের হতে পারবেন না’


২২ জুন ২০১৯ ১৭:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ডিআইজি মিজান আইনের ফাঁক দিয়ে যাতে বের হতে না পারে সে জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তিনি আইনের ফাঁক দিয়ে বের হতে পারবেন না।

শনিবার (২২ জুন) রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য ফরমালিটিজ প্রয়োজনে সেগুলো আমাকে করতে হবে। তা না হলে এই বিচারের ফাঁক-ফোকর দিয়ে সে আবার বের হয়ে যেতে পারে।’

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় ডিআইজি মিজানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

২০১৮ সালে একটি পত্রিকায় ‘তুলে নিয়ে বিয়ে করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার’ শিরোনামে মিজানের বিরুদ্ধে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। পরে বিষয়টি তোলপাড় সৃষ্টি করে। ওই ঘটনায় পুলিশ সদরদফতরসহ দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

সম্প্রতি দুদকের প্রতিবেদনে তার দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। প্রতিবেদন জমা দেওয়ার পর দুদকের তদন্ত কর্মকর্তা পরিচালক খন্দকার এনামুল বাছির তার কাছ থেকে ৪০ লাখ টাকা নিয়েছেন বলে দাবি করেন ডিআইজি মিজান। এ বিষয়টি নিয়েও বেশ তোলপাড় শুরু হয়। এ ছাড়া তথ্য পাচারের অভিযোগে ওই তদন্ত কর্মকর্তাকে বরখাস্ত করে দুদক।

ডিআইজি মিজানের বিরুদ্ধে আইনি নানা প্রক্রিয়া চললেও এখনও তাকে গ্রেফতার করা হয়নি।

ডিআইজি মিজানকে কেন গ্রেফতার করা হচ্ছে না মর্মে গত ১৬ জুন এ বিষয়ে জানতে চেয়েছেন আদালত।

সারাবাংলা/একে

টপ নিউজ ডিআইজি মিজান মিজান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর