Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির বিরুদ্ধে আমার নীতি হচ্ছে জিরো টলারেন্স: প্রধানমন্ত্রী


২৯ জুন ২০১৯ ২২:৫২

ফাইল ছবি

ঢাকা: দুর্নীতি একটা সমস্যা দাবি করে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে আমার নীতি হচ্ছে জিরো টলারেন্স। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শনিবার (২৯ জুন) একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

দুর্নীতি একটা সমস্যা দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সব সময়ই নিজেরা দুর্নীতির আশ্রয় নেয়, আর সমাজেও দুর্নীতিটাকে তারা ছড়িয়ে দেয় একটা ব্যাধির মতো। এটা যেন একটা মানুষের একটা মানসিক রোগে পরিণত হয়ে যায়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমার নীতি হচ্ছে জিরো টলারেন্স। আমি সব সময় বলেছি, জোর দিয়ে বলেছি যে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ লক্ষ্যে আমরা এক বছর সংস্কার প্রস্তাবনা এ বাজেটে উপস্থাপন করেছি। ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ উৎসাহিতকরণে আমরা ওয়ান স্টপ শপ চালু করেছি। যা সারাদেশে দ্রুত সম্প্রসারণ করা হবে। একশোটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে চলছে এবং দেশ-বিদেশ থেকে প্রচুর বিনিয়োগের প্রস্তাবও আমরা পাচ্ছি। কাজেই আগামীতে শিল্প উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক অবদান রাখবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আর্থিক খাতে শৃঙ্খলা আনার জন্য এবারের বাজেটে বেশ কিছু সুর্নিদিষ্ট কার্যকরী উল্লেখ করা হয়েছে। খেলাপিঋণ হ্রাসের জন্য মাননীয় অর্থমন্ত্রী যে উদ্যোগের ঘোষণা দিয়েছেন, তা অত্যন্ত সময়পযোগী।  আমার সুপারিশ থাকবে যেন ব্যাংক ঋণের ওপর সুদের হার এক অঙ্কের মধ্যে রাখা অর্থ্যাৎ সিঙ্গেল ডিজিট; যার যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। কারণ এটি করা গেলে দেশের শিল্প ব্যবসা খাতকে সহযোগিতার পাশাপাশি প্রতিযোগিতায় সক্ষম করে গড়ে তোলা সম্ভব হবে।’

বিজ্ঞাপন

প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘এটা আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক একাদশতম বাজেট এবং বর্তমান মেয়াদের প্রথম বাজেট। গত দশটি বছরে আমাদের সরকার যে অভূতপূর্ব উন্নয়ন করেছে তা আজ দেশে-বিদেশে বিপুলভাবে প্রশংসিত হচ্ছে।’

আগামীতে দারিদ্র্যের হার ১৬ বা ১৭ ভাগে নামিয়ে আনার প্রত্যয় করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে আজ উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। বঙ্গবন্ধু হত্যা মামলা, মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার, জেলখানায় জাতীয় চার নেতা হত্যার বিচার করে আমরা জাতিকে ভারমুক্ত করেছি, দায়মুক্ত করেছি। জঙ্গি ও সন্ত্রাস বাদ দমনে বাংলাদেশের দৃশ্যমান সাফল্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। কারণ জাতির পিতা দেশ স্বাধীন করেছিলেন, এটাই ছিল তার অপরাধ। তাই দেশি-বিদেশি চক্রান্তে তাকে হত্যা করা হয়েছিল। এই হত্যা করার লক্ষ্যটাই ছিল, বাংলাদেশ যেন আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে না পারে, ওই পাকিস্তানের একটা প্রদেশ হিসাবে তাদের অধীনস্ত থেকে যায়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেছে কিন্তু তার আদর্শ রয়ে গেছে। তার পথ ধরেই আমরা পথ চলে আজকে বাংলাদেশকে গোটা বিশ্বে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে মর্যাদাপূর্ণ করব এবং সেটা করতে পেরেছি।’

টানা মেয়াদে সরকার গঠন করার কথা তুলে ধরে শেখ হাসিনা আরও বলেন, ‘আমরা নির্বাচনে জনগণের জন্য একটা ভবিষ্যৎ স্বপ্ন দেখাই এবং পরিকল্পনা নেই। এই নির্বাচনে আমরা সুখি-সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ গড়ার ভিত রচনা করার প্রত্যয়ে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ এই শিরোনামে নির্বাচনি ইশতেহার দেশবাসীর সামনে উপস্থাপন করি। জনগণের দ্বারা বিপুলভাবে সমাদৃত এই ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে এই বাজেট প্রস্তুত করা হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/একে

টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর