Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যারা পাস করতে পারোনি নিশ্চয় আগামীতে ভালো করবে: শিক্ষামন্ত্রী


১৭ জুলাই ২০১৯ ১৩:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবি: ফাইল

ঢাকা: এইচএসসি ও সমমান পরীক্ষায় ফলাফল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘যারা পাস করেছ তাদের অভিনন্দন জানাই। আর পাস করতে পারোনি তাদের নিশ্চয় তারা আগামীতে নতুন উদ্যোমে প্রচেষ্টা চালিয়ে আরও ভালো করবে।’

বুধবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর অনুষ্ঠানে দীপু মনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, ‘এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষাবোর্ডগুলোর চেয়ারম্যান, অভিভাবক ও শিক্ষক সবার সহযোগিতায় এবারের পরীক্ষা সুষ্ঠু হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি অতি ব্যস্ততার মধ্যে আজ সময় দিয়েছেন।’

বিজ্ঞাপন

ফলাফলের পরিসংখ্যান তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, এবার জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন। আটটি শিক্ষাবোর্ডে পাসের হার ৭১.৮৫ শতাংশ। এবছর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮.৫৬ শতাংশ। যাতে জিপিএ-৫ পেয়েছে ২২৪৩ জন। আর কারিগরি বোর্ডে পাসের হার ৮২.৬২ শতাংশ। এতে জিপিএ ৫ পেয়েছে ৩২৩৬ জন।

দীপু মনি জানান, শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯০৯টি। আর ৪১টি প্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেনি।

সারাবাংলা/একে

এইচএসসি দীপু মনি শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর