Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, পাস ২০২৭৭


২৫ জুলাই ২০১৯ ১৮:০৫

ঢাকা: সরকারি চাকরিতে প্রথম শ্রেণির গেজেটেড জনবল নিয়োগের জন্য অনুষ্ঠিত ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেছে ২০ হাজার ২৭৭ জন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই ফল প্রকাশ করে।

ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ পাওয়া যাচ্ছে। এছাড়া টেলিটক নম্বর ব্যবহার করেও ফলাফল জানা যাবে। টেলিটক সিমের মাধ্যমে PSC40Registration Number লিখে ১৬২২২ তে পাঠাতে হবে। ফিরতি মেসেসে ফলাফল পাওয়া যাবে।

উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।

পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেছেন, ‘যারা উত্তীর্ণ হয়েছে তাদের অভিনন্দন। উত্তীর্ণরা লিখিত পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিক সেটিই আমাদের চাওয়া।’

চলতি বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪০তম বিসিএসে অংশ নেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। প্রিলিমিনারি পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী।

এ বিসিএসে এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল এবার প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে।

৪০ তম বিসিএস টপ নিউজ বিসিএস শিক্ষা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর