Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর: যুক্তরাষ্ট্র


২৬ জুলাই ২০১৯ ০৮:২০

বায়ু দূষণ [ফাইল ছবি]

ঢাকা: ঢাকার বাতাস স্বাস্থ্যসম্মত নয়। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস শুক্রবার (২৬ জুলাই) সকাল ৭টায় এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে বাতাসের মান পর্যবেক্ষণ করার যন্ত্র রয়েছে। ওই যন্ত্রে ঢাকায় বাতাসের মান প্রতি ঘণ্টায় হালনাগাদ করা হয়। যুক্তরাষ্ট্র দূতাবাসের বাতাসের মান পর্যবেক্ষণ যন্ত্র বাতাস দূষণকারী সূক্ষ্ম বস্তুকণাকে পরিমাপ করে এবং প্রতি ঘণ্টায়  ‘ভাল’ থেকে  ‘বিপজ্জনক’ এই ৬টি স্তরে বাতাসের মানের শ্রেণীকরণে সংখ্যাসূচক রেটিং তৈরি করে। প্রতি ঘণ্টায় বায়ুমানের তথ্য দূতাবাসের টুইটার একাউন্ট @Dhaka_Air, এই ঠিকানা থেকে জানা যায়।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র দূতাবাসের বাতাসের মান পর্যবেক্ষণ যন্ত্রের সূচকে ০ থেকে ৫০ এর মধ্যে হলে মান ভালো, ৫১ থেকে ১০০ হলে সহনীয় মাত্রায় (মডারেট), ১০১ থেকে ১৫০ হলে অস্বাস্থ্যকর (সবার জন্য নয়, যাদের স্বাস্থ্য ভালো নয় তাদের জন্য ঝুঁকিপূর্ণ), ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর (জরুরি অবস্থা ঘোষণা) এবং ৩০০ থেকে ৫০০ হলে মারাত্মক (সকলের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি)।

যুক্তরাষ্ট্র দূতাবাসের বাতাসের মান পর্যবেক্ষণ যন্ত্রের সূচকে গত ২৪ ঘণ্টায় ঢাকার বাতাস সর্বোচ্চ ১৭৭ (বৃহস্পতিবার, ২৫ জুলাই, সকাল ৯ টায়) এবং সর্বনিম্ন ১১২ (বৃহস্পতিবার, ২৫ জুলাই, রাত ১১ টায়) পাওয়া গেছে। এই প্রতিবেদন লেখার সময় শুক্রবার (২৬ জুলাই) সকাল ৭টায় এই মান ছিল ১৩৯।

যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস বিগত ২০১৬ সাল থেকে ঢাকার বাতাসের মান পর্যবেক্ষণ করছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলতি বছরের জন্য ১০টি স্বাস্থ্যঝুঁকি চিহ্নিত করেছে। যার মধ্যে এক নম্বর ঝুঁকি হচ্ছে বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তন। সংস্থাটির তথ্য মতে, ঢাকা বিশ্বের তৃতীয় বাতাস দূষণকারী শহর।

সারাবাংলা/জেআইএল/ইএইচটি

অস্বাস্থ্যকর ঢাকার বাতাস যুক্তরাষ্ট্র দূতাবাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর