Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজীবসহ ১৪ ছাত্রদল নেতা রিমান্ডে


৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:০৭

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকাঃ রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানের পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর ১৩ জন আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শুক্রবার  রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ আদেশ দেন।

একদিনের রিমান্ডে যাওয়া ১৩ আসামিরা হলেন- মোহাম্মদপুর ৩৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক কামাল পাটোয়ারী, শামসুল আলম, জাহিদুল হক জাহিদ,অসিম মাহমুদ, শামীম হোসেন, সাজেদ আহমেদ, শাহজাহান, সাইদুর রহমান মিন্টু, খলিল উল্লাহ, এস এম মিজানুর রহমান, স্বপন ভূঁইয়া,  মোল্লা ফয়সাল আহসান ও  শাওন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আবদুল হান্নান পল্টন থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রাজীব আহসানের পাঁচ দিন এবং অপর ১৩ আসামির একদিন করে রিমান্ডের আদেশ দেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে নয়াপল্টন কার্যালয়ের পশ্চিম পাশে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করলে তাদেরকে আটক করা হয়।

সারাবাংলা/এআই/এমএস

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর