Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতি দু’দিনের সফরে খুলনা পৌঁছেছেন


২ অক্টোবর ২০১৯ ০১:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খুলনার খালিসপুরে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দু’দিনের সফরে মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে পৌঁছেছেন।

রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকা থেকে রওয়ানা দেয়ার প্রায় ৪০ মিনিট পর সন্ধ্যা ৫টা ১০ মিনিটে বিএনএস বেস তিতুমীর হেলিপ্যাডে পৌঁছায়।

এ সময় চিফ অব নেভি স্টাফ অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, বাংলাদেশ নেভাল ফ্যামেলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিএনএফডব্লিও) সভাপতি ড. আফরোজা আওরঙ্গজেব ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ বুধবার (২ অক্টোবর) দুপুরে বিএনএস বেস তিতুমীরে অ্যাওয়াডিং অব ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে ভাষণ দেবেন।

বিজ্ঞাপন

এছাড়াও, রাষ্ট্রপতি এই সফরকালে নৌবাহিনীর আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

খুলনা সফরের সময় রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ তার সঙ্গে রয়েছেন। বুধবার বিকেলেই আবদুল হামিদ রাষ্ট্রপতি ঢাকায় ফিরবেন। বাসস

খুলনা মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর