Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেবী বিদায়ের সুর মণ্ডপে মণ্ডপে


৮ অক্টোবর ২০১৯ ০৮:১১

ঢাকা: দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার (৮ অক্টোবর) শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা। বিসর্জনের পর সেখান থেকে শান্তিজল এনে তা রাখা হবে মঙ্গলঘটে, দুর্গা মায়ের সন্তানেরা তা ধারণ করবেন হৃদয়েও। এই লোকাচার শেষেই আসছে বছর ফের দুর্গা মায়ের আগমনের অপেক্ষা দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

সোমবার (৭ অক্টোবর) মহানবমীর সন্ধ্যায় আরতি শেষে দেবী দুর্গার পায়ে শেষ অঞ্জলী প্রদান করা হয়। আজ শেষ দিনে বাকি আনুষ্ঠানিকতা শেষে অশ্রুসজল নয়নে দেবী দুর্গাকে বিদায় জানানো হবে।

বিজ্ঞাপন

হিন্দু শাস্ত্র মতে, নবমী তিথিতে রাবণ বধের পর শ্রী রামচন্দ্র এই পূজা করেছিলেন। নীলকণ্ঠ ফুল, যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হয় নবমী বিহিত পূজা। নবমী পূজার মাধ্যমে মানবকুলে সম্পদলাভ হয়।

শাস্ত্র অনুযায়ী, শাপলা-শালুক ও বলিদানের মাধ্যমে দশভূজা দেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে গতকাল নবমীতে। শেষবারের মতো দেবীর আশীর্বাদ কামনায় নারী, পুরুষ, শিশু-কিশোর সববয়সের ভক্ত নিবিষ্ট মনে প্রার্থনা করেছে। প্রতিটি মণ্ডপেই কয়েক দফা করে পুষ্পাঞ্জলীও দেওয়া হয়।

ঢাকেশ্বরী ও রামকৃষ্ণ মন্দিরের পাশাপাশি রাজধানীর রমনা কালীমন্দির, বনানী পূজামণ্ডপ, সিদ্ধেশ্বরী মন্দির, স্বামীবাগ লোকনাথ ব্রহ্মচারী আশ্রমসহ রাজধানীর কয়েকশ পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জনের জন্য বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীতে নিয়ে যাওয়া হবে।

আজ সকাল সাড়ে ৭টা থেকেই দশমী পূজা শুরু হবে। মধ্য দুপুরের আগেই পূজা সমাপন ও দর্পণ বিসর্জন করা হবে। সন্ধ্যায় প্রতিমা বিসর্জন ও শান্তিজল গ্রহণ করবেন সনাতন ধর্মালম্বীরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন: দুর্গা পূজার মহাসপ্তমী, ভোরে কলা বৌ স্নান

দুর্গা পূজা প্রতিমা বিসর্জন বিজয়া দশমী বিদায়ের সুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর