Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চারদিনের সরকারি সফরে আমিরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রী


১৬ অক্টোবর ২০১৯ ০১:৪৪ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৯ ০১:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, আবুধাবী ডায়ালগের পঞ্চম মিনিষ্ট্রিয়াল কনসালটেশনে যোগ দিতে ৪ দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে গেছেন। অনুষ্ঠানটি ১৬-১৭ অক্টোবর স্থানীয় সময় সকাল ৯টায় দুবাইতে অনুষ্ঠিত হবে।

এই সফরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি সংযুক্ত আরব আমিরাতের হিউম্যান রিসোর্স এন্ড ইমিরাটাইজেশন মন্ত্রীর সাথে বৈঠকে মিলিত হবেন এবং বাংলাদেশি কমিউনিটির সাথে শ্রমবাজার উন্মুক্তকরণের লক্ষ্যে মতবিনিময় করবেন। এছাড়াও রাস আল খাইমারে বাংলাদেশ ইংলিশ প্রাঃ স্কুল (প্রস্তাবিত নাম শেখ মুজিবুর রহমান স্কুল) প্রজেক্টের অগ্রগতি পরিদর্শন করবেন।

বিজ্ঞাপন

মন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শিল্প, কারখানা পরিদর্শন করবেন।

উল্লেখ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও উপপ্রধান শেখ মোহাম্মদ শরীফ উদ্দিন সফরসঙ্গী হিসেবে তার সাথে রয়েছেন।

ইমরান আহমদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর