সড়ক আইন প্রয়োগে সবকিছু নিয়ে আঁটঘাঁট বেঁধে নামতে হবে: কাদের
৭ নভেম্বর ২০১৯ ১২:১০
ঢাকা: সড়ক আইন প্রয়োগে সবকিছু নিয়ে আঁটঘাঁট বেঁধে নামতে হবে। এ কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করার সময় এ কথা বলেন মন্ত্রী।
এ জন্য আইন প্রয়োগে আরও দুই সপ্তাহ সময় লাগবে বলেও জানান তিনি।
নগরে সড়কে ফুটপাতে, পার্কিংয়ে শৃঙ্খলা আনতে দেশের দুটি সিটি কর্পোরেশন কাজ শুরু করলেও ডেঙ্গুর প্রকোপের কারণে তাতে কিছুটা ভাটা পড়ে বলেও জানান সড়ক পরিবহনমন্ত্রী।
সড়ক আইন প্রয়োগে বিলম্বের কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, বেটার লেট দ্যান নেভার… আইনটি এখন প্রায়োগিক পর্যায়ে চলে এসেছে। সকল সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অ্যালাইনড করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীও তার প্রত্যাশা জানিয়েছেন। এখন আমরা প্রয়োগে যাওয়ার পর্যায়ে রয়েছি।