Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রশ্নফাঁসের অ‌ভি‌যো‌গে রাজধানীতে ২ জন আটক


১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:২৮ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৩২

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থে‌কে দুইজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে ওরিয়েন্টাল কলেজগেট এলাকা থেকে রেদোয়ান আহমেদ (২৪) ও বেলাল হোসেন (২৩) নামের ওই দুইজনকে আটক করে র‌্যাব-২ এর একটি দল। শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-২ এর সি‌নিয়র সহকারী পু‌লিশ সুপার (এএস‌পি) র‌বিউল ইসলাম সারাবাংলা‌কে জানান, ‌গ্রেফতার‌দের কাছ থে‌কে বি‌ভিন্ন সে‌টের বিজ্ঞান বিভাগসহ অন্যান্য বিষ‌য়ের ৫২ পৃষ্ঠার প্রশ্নপত্র উদ্ধার করা হ‌য়ে‌ছে।

আটককৃতদের কাছ থে‌কে চার‌টি মোবাইল, সাত‌টি সিম কার্ড এবং প্রশ্নপত্র বি‌ক্রির তিন হাজার ৫০ টাকাও উদ্ধার করা হ‌য়ে‌ছে। আটককৃদের বিরুদ্ধে শুক্রবার দুপুরে শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

সারাবাংলা/এসআর/এমএস

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর