ইউনেস্কো–বাংলাদেশের যৌথভাবে মুজিববর্ষ উদযাপনের প্রশংসা
২৯ নভেম্বর ২০১৯ ০৫:৩৫
এডমন্টন (কানাডা): সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে মুজিববর্ষ উদযাপনের সর্বসম্মত ও এক যুগান্তকারী সিদ্বান্ত নিয়েছে।
বঙ্গবন্ধুর বাংলাদেশ সংস্থার বোর্ড সভাপতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কানাডা ইউনিট কমান্ডের নির্বাহী দেলোয়ার জাহিদ মুজিববর্ষ উদযাপনের এই যৌথ প্রয়াসের জন্য ইউনেস্কো এবং বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন।
মুজিববর্ষ উদযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ১৭ মার্চ ২০২০ হতে মার্চ ২৬ ২০২০ দিবসে নানা কর্মসূচির পালনের জন্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন গুলোকে অনুরোধ জানিয়েছেন।
বিশ্বজুড়ে বঙ্গবন্ধুর বাংলাদেশকে ব্র্যান্ডিং করার এক ধাপ অগ্রগতিতে তিনি সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন।