Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাঈদ খোকনের এপিএস আজাদকে দুদকে জিজ্ঞাসাবাদ


১০ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২৬

ঢাকা: অর্থ আত্মসাৎ ও ক্যাসিনো ব্যবসাসহ অবৈধ কর্মকাণ্ডে জড়িত থেকে অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের এপিএস কাজী আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

এর আগে গত ৩০ জানুয়ারি তাকে তলব করে দুদকে হাজির হওয়ার জন্য বলা হয়। সেই তলবি নোটিশে বলা হয়েছিল, ঠিকাদার জি কে শামীমসহ বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাসহ প্রভাবশালীদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে বড় বড় ঠিকাদারি কাজ নিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত, ক্যাসিনো ব্যবসা ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধ প্রক্রিয়ায় বিদেশে পাচার এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ রয়েছে।

এর আগে একই অভিযোগে মেয়র সাঈদ খোকনের অপর পিএস-২ শেখ কুদ্দুসকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিভিন্ন ব্যক্তির নামে এ পর্যন্ত ২০টি মামলা দায়ের করেছে দুদক। কমিশনের পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে আট সদস্যের একটি টিম অনুসন্ধানের দায়িত্ব পালন করছেন।

এপিএস টপ নিউজ দুদক সাইদ খোকন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর