Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৮তম বিসিএস প্রিলির ফল আগামী সপ্তাহে


২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪৪

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল। ফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে জানান, মার্চের প্রথম সপ্তাহেই ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। কার্যক্রম চলছে। আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া সম্পন্ন করে তা প্রকাশ করা হবে।

চলতি মাসেই এ ফল প্রকাশের কথা ছিলো জানিয়ে পিএসসির চেয়ারম্যান বলেন, আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়ার কারণে এখন তা এক সপ্তাহ পিছিয়ে মার্চের প্রথম সপ্তাহে প্রকাশের সিদ্ধান্ত হয়েছে।

পিএসসি সূত্র জানায়, ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে মোট ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। গত ২৯ ডিসেম্বর দেশের প্রায় ৪শ’ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

সারাবাংলা/এমএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর