বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি: বাচ্চুকে জিজ্ঞাসাবাদ
৮ মার্চ ২০১৮ ১১:৩৭
স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ব্যাংকটির সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় এ নিয়ে চতুর্থবারের মতো তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওই ঋণ জালিয়াতির ঘটনায়, ২০১৫ সালের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় ৫৬টি মামলা করে দুদক। এতে আসামী করা হয় একশ ৫৬ জনকে। তবে কোন মামলায় বাচ্চুকে আসামি করা হয়নি। আদালতের নির্দেশে অনেকটা বাধ্য হয়েই তাকে জিজ্ঞাসা করছে দুদক।
সারাবাংলা/জিএস/আইএ