Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহীদ জননী জাহানারা ইমামের পাশে সমাহিত হচ্ছেন প্রিয়ভাষিণী


৮ মার্চ ২০১৮ ১২:০১

স্পেশাল করেসপন্ডেন্ট 

ঢাকা:মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে শহীদ জননী জাহানারা ইমামের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেরদৌসি প্রিয়ভাষিণীর বড় ভাই সৈয়দ হাসান রুমি সারাবাংলাকে এই তথ্য জানান। তিনি জানান, প্রথমে তাকে বড় মেয়ের কবরে সমাহিত করার সিদ্ধান্ত হয়েছিল। সেরকম প্রস্তুতিও নেওয়া হয়েছিল। পরে আবার প্রিয়ভাষিণীর ভাইয়ের কবরের পাশে তাকে সমাহিত করার সিদ্ধান্ত হয়। কিন্তু শেষ পর্যন্ত শহীদ জননী জাহানারা ইমামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

বিজ্ঞাপন

এদিকে, বৃহস্পতিবার সকালে সর্ব স্তরের জনগনের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনার প্রাঙ্গনে নেয়া হয়েছে মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর মরদেহ। শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানানোর জন্য ইতিমধ্যেই রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবীসহ সমাজের সকল স্তরের মানুষ উপস্থিত হয়েছেন।

শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদে প্রিয়ভাষিণীর নামাজে জানাজা হবে। তারপর তাকে সমাহিত করার জন্য নিয়ে যাওয়া হবে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।

সারাবাংলা/জেএ/পিএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর