Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাপ্টেন আবিদ সুলতান মারা গেছেন


১৩ মার্চ ২০১৮ ১০:৩৭

স্টাফ করেসপন্ডেন্ট ।।

নেপালে ইউএস বাংলার বিধ্বস্ত বিমানের পাইলট আবিদ সুলতান মারা গেছেন। আজ ভোর রাতে আবিদ সুলতানের উত্তরার বাসায় ইউএস বাংলা’র পক্ষ থেকে তার পরিবারকে এই তথ্য জানানো হয়। আবিদ সুলতানের এক স্বজন জানান, গতকালই আমরা খবর পেয়েছিলাম তিনি গুরুতর আহত, শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গেছে।

দুর্ঘটনার পর আশংকাজনক অবস্থায় ক্যাপ্টেন আবিদ সুলতানকে কাঠমান্ডুর নরভিক হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানেই তিনি মারা যান।

এর আগে কো পাইলট পৃথুলা রশিদ ও কেবিন ক্রু খাজা হোসেইন মোহাম্মদ শফি মৃত্যুর সংবাদ নিশ্চিত করে ইউএস বাংলা কর্তৃপক্ষ। একটি অসমর্থিত সূত্র থেকে জানা যায়, বাকি একজন কেবিন ক্রু  শামিমা আক্তারও নিহত হয়েছেন।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক লোকের প্রাণহানীর ঘটনা ঘটেছে।

সারাবাংলা/পিএম

চোখে জল ও বুকে শঙ্কা নিয়ে নেপালের পথে স্বজনরা

‘০২’ আর ‘২০’র দ্বিধায় গেল ৫০ প্রাণ!

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর