Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাঁটতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কা, পায়ের হাড় ভাঙল ড. শামসুল আলমের

স্টাফ করেসপনডেন্ট
১৭ জানুয়ারি ২০২১ ১৪:৪৮

ঢাকা: সন্ধ্যায় হাটতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (জ্যেষ্ঠ) সচিব ড. শামসুল আলমের পায়ের হাড় ভেঙেছে।

ভাঙা পা প্লাস্টার করার পর তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎক। প্রাথমিকভাবে তাকে ছয় সপ্তাহের বিশ্রামে থাকতে হবে।

গতকাল সন্ধায় জগিং শেষে বাসায় ফেরার সময় তিনি সংসদ ভবন ও চন্দ্রিমা উদ্যানের মাঝের সড়কে দুর্ঘটনার কবলে পড়েন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি নিজ বাসভবনে বিশ্রামে আছেন।

ড. শামসুল আলম সারাবাংলাকে জানান, জগিং শেষে বাসায় ফেরার সময় চন্দ্রিমা উদ্যানের সামনের সড়কে একটি মটরসাইকেল সজোরে তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কে পড়ে গিয়ে মাথায় ও পায়ে মারাত্মক আঘাত পান। প্রধানমন্ত্রীর বাসভবনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশের বিশেষ শাখা এসপিবিএনের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়।

পায়ে এক্সরে করে চিকিৎসকরা জানিয়েছে, তার ডান পায়ের হাড় ভেঙে গেছে।

সারাবাংলা/জেজে/একে

পরিকল্পনা কমিশন. ড. শামসুল আলম

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর