Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাবার পা‌নি প‌রি‌শোধন না ক‌রায় জেল-জ‌রিমানা


১৮ মার্চ ২০১৮ ২১:১৪

স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: খাবার পা‌নি প‌রি‌শোধন না ক‌রে বাজারজাত করায় পাঁচ‌টি প্র‌তিষ্ঠান‌কে চার লাখ টাকা জ‌রিমানা এবং নয়জন‌কে বি‌ভিন্ন মেয়া‌দে কারাদণ্ড দি‌য়ে‌ছে র‌্যাব-৩ এর ভ্রাম্যমান আদালত। রোববার রাজধানীর পল্টন এলাকায় ‌বিএস‌টিআই এর সহ‌যো‌গিতায় ভ্রাম্যমান আদালত এ অ‌ভিযান চালায়।

র‌্যাবের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট সা‌রোয়ার আলম জানান, অ‌ভিযা‌নে দেখা যায়- প‌রি‌শোধন না ক‌রে অস্বাস্থ্যকর প‌রি‌বে‌শে, নিয়ম না মে‌নে প্র‌তিষ্ঠানগু‌লো পা‌নি সরবরাহ কর‌ছিল। এ জন্য চার হাজার ২০০ পা‌নির জার ধ্বংস ও দুই‌টি প্র‌তিষ্ঠান‌কে বন্ধ ক‌রে দেওয়া হয়।‌

বিজ্ঞাপন

তি‌নি আরও জানান, এ সব অ‌নিয়‌মের জন্য আ‌মিনুর রহমান ও তামান্না আফ‌রিন‌কে এক লাখ টাকা, মোফাজ্জল হো‌সেন‌কে দুই লাখ টাকা ও মো. দজলুর রহমান‌কে এক লাখ টাকা জ‌রিমানা করা হ‌য়। এছাড়াও শেখ মো. সে‌লিম (৪৬), সৈয়দ তু‌হিন আহ‌মেদ (৩১), নাজমুল হো‌সেন (২২), দে‌লোয়ার হো‌সেন (২২) ও মো. রেজাউলকে (২৩) তিন মাস ক‌রে কারাদণ্ড এবং ইব্রা‌হিম মোল্লা (৩৩), মো. শামীম (২২), মো. মাহবুব (২৪) ও তসরুল ইসলামকে (২০) এক মা‌স ক‌রে কারাদণ্ড দেওয়া হ‌য়।

সারাবাংলা/এসআর/এমএস

বিজ্ঞাপন

ধরা পড়লো সাইফের ওপর হামলাকারী
১৭ জানুয়ারি ২০২৫ ১৯:২১

বকেয়া বেতন পেয়েই এমন জয় রাজশাহীর
১৭ জানুয়ারি ২০২৫ ১৯:১৪

মুখ খুললেন কারিনা কাপুর
১৭ জানুয়ারি ২০২৫ ১৮:৫৭

আরো

সম্পর্কিত খবর