Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেরপুরের এমপি আতিককে দুদকে তলব


৫ এপ্রিল ২০১৮ ১৭:৩৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: শেরপুর-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আতিকুল ইসলাম আতিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার বিকেলে দুদকের উপ-পরিচালক মো. মেজবা উদ্দীন স্বাক্ষরিত এক চিঠি আতিকুল ইসলাম বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে আগামী ১৭ এপ্রিল সকাল ১০টায় তাকে দুদক কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।

দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সম্পদের তথ্য গোপন ও অবৈধ উপায়ে কোটি কোটি টাকা অর্জনের অভিযোগে অতিকুল ইসলামের বিরুদ্ধে দুদক অনুসন্ধান চালাচ্ছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হচ্ছে।

সারাবাংলা/জিএস/এমএস

বিজ্ঞাপন

এবারের বাজুস ফেয়ার স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর