‘পাউবো’র অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত’
৫ এপ্রিল ২০১৮ ১৯:৩৩
স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (প্রকল্প পরিচালক) কে এম হুমায়ন কবিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার, জাল জালিয়াতি ও প্রতারণার অভিযোগ প্রমানিত হওয়ায় দুদকের নিয়মিত কমিশন সভায় তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়া হয়। দুয়েকদিনের মধ্যেই দুদকের সহাকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম বাদী হুমায়ন কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। দুদকের উপরিচালক প্রণব কুমার ভট্রাচার্য্য বৃহস্পতিবার বিকালে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং সিডিআরএসবি’র প্রকল্প পরিচালক হুমায়ন কবির কনসালটেন্সী কাজের জন্য ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত সময়ে একটি প্রকল্পের কাজের জন্য ৪ জন পিয়ন ও গার্ড কাগজে কলমে নিয়োগ দেখায়। বাস্তবে এই নিয়োগের কোন অস্তিত্ব না থাকলেও চারজন পিয়ন ও গার্ডের বেতনের নামে প্রতিমাসে ৪০ হাজার টাকা করে গ্রহণ করে। এভাবে ১৮ মাসে সরকারের গার্ড/পিয়নের বেতনের নামে ৭ লাখ ২০ হাজার টাকা আত্মসাত করেন।
দুদকের অনুসন্ধানে বিষয়টির সত্যতা প্রমানিত হওয়ায় দন্ডবিধির ৪০৯ ধারায় এবং ১৯৮৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা মামলা করার অনুমোদন দিয়েছে দুদক কমিশন। এছাড়াও হুমায়ন কবিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনসহ সরকারের বিভিন্ন প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের বেশ কয়েকটি অভিযোগ অনুসন্ধান করছে দুদক। শিগগরিই এইসব অভিযোগে তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা করা হবে।
সারাবাংলা/জিএস/এমএস