রমজানে ফিরে এলো বাহারি ইফতারের পসরা | ছবি
৩ এপ্রিল ২০২২ ২১:৫৫ | আপডেট: ৩ এপ্রিল ২০২২ ২২:০৬
শুরু হয়েছে সিয়াম সাধনার মাস রমজান। মুসলিমদের জন্য এই মাস আত্মসংযমের, তাক্বওয়া অর্জনের। তবে দীর্ঘ দিন ধরেই এই রমজানে বৈচিত্র্যময় ইফতারের আয়োজন পরিণত হয়েছে ঐতিহ্যে। রাজধানী ঢাকায় সেই ইফতারের প্রসঙ্গ উঠলেই চলে আসে চকবাজারের নাম। গত কয়েক বছরে জনপ্রিয় হয়ে ওঠা ‘বড় বাপের পোলারা খায়’ থেকে শুরু করে হরেক রকম কাবাব, বিভিন্ন আকৃতির জিলাপি, বেগুনি-পেঁয়াজুর বৈচিত্র্যময় সমাহার চকবাজারের ইফতারিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
রমজানজুড়ে চকবাজারের রাস্তায় বসে যাওয়া ইফতারের দোকানগুলোই কেবল নয়, স্থানীয় বেকারি ও রেস্টুরেন্টগুলোও ইফতারের আয়োজনে বাহারি আইটেমের জোগান দিতে পিছিয়ে নেই। বিভিন্ন ধরনের সমুচা, নিমকি থেকে শুরু করে কিমা পরোটা কিংবা দই বড়া অথবা শাহী টুকরাসহ মিষ্টিজাতীয় বিভিন্ন খাবার— ইফতারে এর কোনোটার থেকে কোনোটার চাহিদাই কম নয়।
ঢাকার মতো চট্টগ্রামেও বৈচিত্র্যময় সব ইফতারের আইটেমের উপস্থিতি দেখা যায় রাস্তায় মৌসুমি দোকানগুলোসহ বিভিন্ন রেস্টুরেন্টে। নানা ধরনের কাবাব, ফিরবি, ডিম চপ, সাসলিক— এগুলো কেনার জন্য দুপুর থেকেই লেগে থাকে ক্রেতাদের ভিড়।
প্রথম রমজানে ঢাকার চকবাজারের বৈচিত্র্যময় ইফতারের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান। চট্টগ্রামের রোদেলা বিকেল রেস্টুরেন্ট থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী
- বেগুনি-পেঁয়াজুসহ এই আইটেমগুলো ছাড়া ইফতার ভাবতে পারেন না অনেকেই
- চকবাজারের এই আস্ত মুরগির রোস্টগুলো রোজার মাসের অন্যতম বেশি বিক্রি হওয়া আইটেম
- এমন নানা ধরনের কাবাবের সমাহার আর সেগুলো মিলিয়ে বিশেষ মিশ্রণ ইফতারের অন্যতম আকর্ষণ
- মুরগির আস্ত এই রোস্ট আলাদাভাবে যেমন, তেমনি ছোলা-মুড়ির সঙ্গে মিশিয়েও খাওয়ার প্রচলন রয়েছ
- সব সময়েই, বিশেষ করে গরমের দিনের রোজায় ইফতারে রসালো ফলের চাহিদা একটু বেশিই থাকে
- চকবাজারের রেস্টুরেন্টগুলোর এমন রোল, সমুচার চাহিদাও ইফতারে কম নয়
- প্যাটিস, ফ্রাই বা বিভিন্ন ধরনের পরটাকে ইফতারের জন্য চকবাজারের রেস্টুরেন্টগুলোর অন্যতম বিশেষ আইটেম হিসেবেই বিবেচনা করা হয়
- মজাদার সব আইটেমের জন্য চকবাজারে দুপুর থেকেই জমে উঠতে থাকে ইফতারের বাজার
- চট্টগ্রামের রোদেলা বিকেলের ইফতারের এসব আইটেমের চাহিদা অনেক বেশি
- ইফতারে বিরিয়ানির সঙ্গে সুদৃশ্য ডিমগুলোর আকর্ষণই বা কে এড়াতে পারে!
- রোদেলা বিকেলের এই ফিরনিরও যথেষ্ট সুনাম রয়েছে
- ইফতারে হালিমের চাহিদার কথা বলাই বাহুল্য। রোদেলা বিকেলের এই হালিমও তাই থাকে বিক্রির শীর্ষে