Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এক মা‌সের ম‌ধ্যে মু‌ক্তি‌যোদ্ধা‌দের বিনামূ‌ল্যে চি‌কিৎসা শুরু’


১৯ এপ্রিল ২০১৮ ১৪:১৬ | আপডেট: ১৯ এপ্রিল ২০১৮ ১৪:১৭

ফাইল ছবি

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।। 

পাবনা: আগামী এক মা‌সের ম‌ধ্যে মু‌ক্তি‌যোদ্ধা‌দের বিনামূ‌ল্যে চি‌কিৎসা সেবা দেওয়া শুরু হ‌বে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক .ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকালে পাবনা জেলার সুজানগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে এক জনসভায় এ কথা বলেন তিনি।

মুক্তি‌যোদ্ধা মন্ত্রী বলেন, উপ‌জেলা ও জেলা স্বস্থ্য কম‌প্লেক্স এবং ঢাকার বি‌শেষা‌য়িত হাসপাতালসমূ‌হে মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অর্থ বরাদ্দ কর‌বে। হাসপাতাল কর্তৃপক্ষ সেখান থে‌কে মু‌ক্তি‌যোদ্ধা‌দের যাবতীয় চি‌কিৎসা ব্যয় মেটা‌বে। প্র‌তি‌টি হাসপাত‌ালে এ বিষয়ে এক‌টি ক‌মি‌টি মু‌ক্তি‌যোদ্ধা‌দের চি‌কিৎসা কার্যক্রম ম‌নিটর কর‌বে।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে মুক্তিযোদ্ধারা ঈদুল ফিতর ও ঈদুল আজহার দুটি উৎসবভাতা পেয়ে থাকেন। তাদের আগামী বাজেটের পর জুলাই থেকে ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ ও পহেলা বৈশাখের উৎসবভাতা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ ল‌ক্ষ্যে কাজ ক‌রছে।

সুজানগর উপজেলা নির্বাহী অ‌ফিসার সু‌জিৎ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, স্কয়ার টয়‌লে‌ট্রিজ লি: এর ব্যবস্থাপনা প‌রিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা জেলা প্রশাসক জসীম উ‌দ্দীন, পুলিশ সুপার জিহাদুল ক‌বিরসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ ‌নেতৃবৃন্দ।

সারাবাংলা/জেআইএল/এমএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর