প্রতিবন্ধীদের জন্য স্ক্রিন রিডার তৈরি হচ্ছে: প্রযুক্তিমন্ত্রী
২১ এপ্রিল ২০১৮ ২০:২৫
।। স্টাফ করেসপনডেন্ট ।।
ঢাকা: প্রতিবন্ধীদের জন্য স্ক্রিন রিডার তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেন। শনিবার (২১ এপ্রিল) বিকেলে রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসেফিকের এক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা জানান তিনি।
তিনি বলেন, প্রতিবন্ধীতা কোনো কারো একক সমস্যা নয়। প্রতিবন্ধীরাও ভালকিছু করে দেখাতে পারে। তবে এ জন্য তাদের পাশে দাড়াতে হবে। স্নেহ, ভালবাসা, সমাদর পেলে তারাও মানুষের জন্য দারুন কিছু করতে পারবে। সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। সরকার তাদের উন্নয়নে নানা পদক্ষেপ হাতে নিয়েছে।
প্রতিবন্ধীদের জন্য প্রযুক্তি সেবার দ্বার অবারিত করতে সরকার আন্তরিক জানিয়ে তিনি বলেন, আমরা প্রতিবন্ধীদের জন্যে বাংলায় স্ক্রিনরিডার তৈরির কাজ করছি। আগে যেটা শুধু মাত্র ইংরেজি ছিলো সেটাকে আমরা বাংলায় সংস্করণ করছি। যাতে প্রতিবন্ধীরা এর সুফল পায়।
প্রতিবন্ধীদের মনোবল অটুট রাখতে মন্ত্রী বলেন, শুধু বাংলাদেশই নয় সমগ্র পৃথিবীতে তারা মূল্যায়িত হচ্ছেন। প্রতিবন্ধীদের জন্যে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়টিকেও আমরা যথাযথ গুরুত্ব দিচ্ছি।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরী প্রযুক্তিখাতে অবদানের জন্য এসময় ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বারের ভূয়শী প্রশংসা করেন।
সারাবাংলা/এসও/এমএস