Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু-১ বহনকারী ফ্যালকন-৯ এর রেপ্লিকা প্রধানমন্ত্রীর হাতে


১৪ মে ২০১৮ ১৫:২৯

।।সিনিয়র করেসপন্ডেন্ট।।

বাংলাদেশের মালিকানাধীন প্রথম স্যাটেলাইট মহাকাশে গেছে গত ১২ ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে তার সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়। স্যাটেলাইটটি বহন করে নিয়ে যায় অত্যাধুনিক রকেট ফ্যালকন-৯। এটি ছিলো বিশ্বের প্রথম এমন আধুনিক ও শক্তিশালী রকেট। যার প্রথম যাত্রা শুরু হয়েছিলো বঙ্গবন্ধু-১ উৎক্ষেপনের মধ্য দিয়ে।

‘বঙ্গবন্ধু-১’ নিয়ে ছিল বিশ্বে সর্বাধুনিক রকেটটির প্রথম যাত্রা

সেই সর্বাধুনিক প্রযুক্তির রকেটটির একটি রেপ্লিকা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।

দেশ থেকে সেখানে গিয়ে যারা এই ঐতিহাসিক মূহূর্তের সাক্ষী হয়েছেন তাদেরই একজন ছিলেন তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি এরই মধ্যে দেশে ফিরে এসেছেন এবং সোমবার (১৪ ফেব্রুয়ারি) অংশ নেন মন্ত্রিসভার বৈঠকে। ওই বৈঠকের পর টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বারকে সাথে নিয়ে রেপ্লিকাটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন জুনাইদ আহমেদ পলক।

এ সময় তিনি প্রধানমন্ত্রীকে একটি ফুলের তোড়া দিয়েও শুভেচ্ছা জানান।

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর