Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গাদের ফেরাতে যৌথ ওয়ার্কিং কমিটি গঠিত


১৯ ডিসেম্বর ২০১৭ ১২:৩৩

ঢাকা: কক্সবাজারে আশ্রয় নেওয়া ভাগ্যাহত রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরানোর প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। এ লক্ষ্যে একটি যৌথ ওয়ার্কিং কমিটি মঙ্গলবার সকালে গঠন করা হয়েছে।

দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি পর্যায়ের বৈঠকে  এ কমিটি তৈরি করা হয়।

মঙ্গলবার সকালে এ নিয়ে বৈঠকের পর সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্রসচিব শহীদুল হক।

তিনি জানান, দুই দেশ থেকে ১৫ জন করে প্রতিনিধি দলে রেখে মোট ত্রিশ জন এই ওয়ার্কিং কমিটিতে কাজ করবে। এরাই রোহিঙ্গাদের যত দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো যায় সে বিষয়ে প্রক্রিয়া এগিয়ে নেবে।

গত ২৩ নভেম্বর মিয়ানমারের রাজধানী নেপিডোতে দেশটির স্টেট কাউন্সেলরের দপ্তরের মন্ত্রী চ টিন্ট সোয়ে ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠাতে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেন। স্মারকে দুই মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার কথা বলা হয়েছিল।

২৩ নভেম্বরের চুক্তি অনুযায়ী ১৪ ডিসেম্বরের মধ্যে যৌথ ওয়ার্কিং কমিটি করার কথা ছিল। দুই মাসের মধ্যে অর্থাৎ ২৩ জানুয়ারি থেকে প্রত্যাবর্তন শুরু হওয়ার কথা রয়েছে।

সারাবালা/এমএস/এমএম

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর