ঢাকা : দেশের বাজারে চিনি, তেল ও পেঁয়াজের দাম কমেছে বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।
শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষাভাতা প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমন দাবি করেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, সবার সহযোগিতায় চিনি, পেঁয়াজ ও তেলের দাম কিছুটা কমে আসছে।
তিনি বলেন, আমরা চেষ্টা করছি, সামনে রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটুকু সম্ভব সহনশীল করা যায়। চাহিদা ও যোগানের বিষয়টাকে যেন একটা সমানুপাতিক হারে রাখতে পারি- সে ব্যাপারে সহযোগিতা এবং দোয়া কামনা করছি।