Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উন্নত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী


২১ ডিসেম্বর ২০১৭ ১৮:০০

সিনিয়র করেসপন্ডন্ট

ভিশন-২০২১ বাস্তবায়নে সব ধর্মের মানুষের সমান অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত দেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবার সহযোগিতা না থাকলে লক্ষ্যে এগোনো যায় না। বিকেলে গণভবনে বড়দিন উপলক্ষে খ্রীস্টান ধর্মের একটি প্রতিনিধি দল দেখা করতে গেলে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এজন্য দেশে সব ধর্মের লোকেরই কাজে সমান সুযোগ সৃষ্টি করা হয়েছে। সবাই মিলে কাজ করে এ দেশকে এগিয়ে নিতে হবে। কোনো জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশের উন্নতি সম্ভব নয়।

প্রধানমন্ত্রী উপস্থিত খ্রীষ্টান ধর্মীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, আপনারা একটি বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন। সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে নিজ সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক প্রচারণা হলে উন্নয়নের পথ সহজ হয়। এসময় খ্রীষ্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিনের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর