Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসিফ মাহমুদকে শিশু উপদেষ্টা বললেন ইশরাক

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১৬:১০ | আপডেট: ১৮ জুন ২০২৫ ১৮:১০

ঢাকা: বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, পত্রিকায় দেখেছি, উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন আমি সরকারি কাজে বাধা দিয়ে ফৌজদারি অপরাধ করেছি। আমি যদি অপরাধ করে থাকি তাহলে পুলিশকে কেনো নির্দেশ দিচ্ছেন না আমাকে গ্রেফতার করতে। অধিকার প্রতিষ্ঠায় শেখ হাসিনার বিরুদ্ধে ১৭ বছর লড়াই করেছি, জেল খেটেছি, গুম হয়েছি। অতএব আপনাদের মত শিশু উপদেষ্টা যদি আমাদের সঙ্গে এসে কথা বলতে চায় সেটা আমাদের জন্য অবমাননাকর।

বুধবার (১৮ জুন) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এর নগর ভবনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উদ্দেশ্য করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ইশরাক বলেন, আপিল নিষ্পত্তি হয়ে যাওয়ার পর জনগণের দাবিটাকে এখনো সরকারের পক্ষ থেকে কোনো ভ্রুক্ষেপ করা হচ্ছে না। তারা মানুষ হিসেবে মনে করছে না। ঈদের আগে ২০ দিন এবং ঈদের পর ৪ দিন ধরে ধারাবাহিকভাবে ঝড় বৃষ্টি উপেক্ষা করে জনগণ তাদের দৈনন্দিন কাজ ফেলে রেখে একটা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা ব্যায় করে তারা তাদের দাবি জানাচ্ছে। বাংলাদেশের সকল দাবি অন্তর্বর্তী সরকারের কানে পৌঁছায় কিন্তু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মানুষের দাবি সরকারের কানে পৌঁছায় না। তারা দেখেও দেখছে না, শুনেও শুনছে না।

তিনি বলেন, সরকারের নব্য স্বৈরাচারী মনোভাব আমাদের হতভাগ করেছে। স্থানীয় সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। ক্রমাগত এই সরকারের পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, কিভাবে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা যায়, কিভাবে জনগণের সমানে আমাদের ভুল ভাবে উপস্থাপন করা যায়। তারা আইনি জটিলতার কথা বলছে, অথচ দেশের সর্বোচ্চ আদালত থেকে এটা নিষ্পত্তি হয়েছে। তাহলে আমি বলবো এই ধরনের মূর্খ উপদেষ্টা ইতিহাসে বাংলাদেশ দেখেনি। এমনকি বাইরের কিছু মিডিয়া আমাদের ভুল ভাবে উপস্থাপন করছে। তারা মিথ্যা তথ্য দিচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, আমরা যেদিন থেকে আন্দোলন শুরু করেছি, সেদিন থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এক সেকেন্ডের জন্যও জরুরি সেবার কাজ বন্ধ হয়নি। বরং নিশ্চিত করেছি যাতে এই সেবা চালু থাকে। আঞ্চলিক অফিসগুলোতে বলে দিয়েছি এই সেবা গুলো যেন চালু থাকে। আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করে রাজপথ ছেড়ে দিয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের বাধাগ্রস্থ করা হচ্ছে।

সারাবাংলা/এমএইচ/এমপি

আসিফ মাহমুদ ইশরাক হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর