Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ০৮:৫৪ | আপডেট: ১৯ জুন ২০২৫ ১০:৫১

ঢাকা: এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার শেষে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (১৮ জুন) রাত ১২টার পর বাসায় পৌঁছান তিনি।

বাসায় ফেরার পর খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘‘মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ম্যাডামের কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে। উনাকে বাসায় চিকিৎসা প্রদানে বোর্ড সিদ্ধান্ত নেওয়ায় ফিরোজায় ফিরছেন উনি। বোর্ড আশা করেছে , বাসায় চিকিৎসা সেবায় উনার শারীরিক অবস্থার উন্নতি হবে।”

এর আগে সন্ধ্যায় ৬টা ৫০ মিনিটে ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। রাত ৭ টা ৪৭ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।

বিজ্ঞাপন

আর্থাইটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন খালেদা জিয়া। দীর্ঘদিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর চলতি বছর ৭ জানুয়ারি যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিক’-এ গিয়ে চিকিৎসা গ্রহণ করেন। দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার দেড় মাস পর বুধবার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান খালেদা জিয়া।

লন্ডনে যাওয়ার আগে সর্বশেষ ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। বাসায় ফিরেছিলেন ১৮ সেপ্টেম্বর।

সারাবাংলা/এজেড/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর