Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের হাতে কেউ কষ্ট পেলে নিঃশর্ত ক্ষমা চাই: ডা. শফিকুর

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১২:০৭ | আপডেট: ২৬ জুন ২০২৫ ১২:১৪

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সব মানুষের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি।

মঙ্গলবার (২৪ জুন) রাতে ‘ঠিকানা টিভির’ এক টকশো অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে।’

তিনি বলেন, ‘আমরা আদর্শবাদী একটা দল। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে।’

বিজ্ঞাপন

আমরা বিশ্বাস করি আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি বলেন, আমি সবকিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাফ চেয়েছি। মাফ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই, লজ্জা নেই। আমার মানবিক মূল্যবোধ এবং দায়িত্বের জায়গা থেকে মাফ চেয়েছি।’

এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ‘যদি জোটবদ্ধভাবে ভোট করা হয় সেক্ষেত্রে প্রয়োজনে শরিক দলকে নিজের আসন ছেড়ে দেওয়ার জন্যও তিনি প্রস্তুত আছেন। দলীয় সব প্রার্থীকেই বিষয়টি জানিয়ে রাখা হচ্ছে।’

প্রবাসীদের ভোটার প্রশ্নে তিনি বলেন, ‘প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে জামায়াতের পক্ষ থেকে জোরালো দাবি রয়েছে। নিজেদের ভোটের অধিকার আদায়ে প্রবাসী বাংলাদেশিদেরও সোচ্চার হওয়ার আহ্বান জানান জামায়াত আমির।’

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো